kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

‘সামাজিক প্রতিরোধের আহ্বান’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সামাজিক প্রতিরোধের আহ্বান’

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, ‘সরকার ধর্ষণরোধে সম্প্রতি আইন পরিবর্তনসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’ ময়মনসিংহে গতকাল শনিবার নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী শরীফ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংসদ সদস্য (এমপি) ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভুঁইয়া প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা