kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

এ যুগের আসমানী

১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ যুগের আসমানী

ছবি : আহছান উল্লাহ

‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা—ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।’ পল্লীকবি জসীমউদ্দীনের সেই আসমানীর মতোই অবস্থা কোরফুলি বেগমের। রসুলপুরে নয়, তাঁর বাড়ি বড় দুলালী গ্রামে। ২২ বছর আগে বিবাহবিচ্ছেদের পর পৈতৃক সূত্রে পাওয়া তিন শতক জমির ওপর তাঁর জীর্ণ কুটির। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের এই নারীর দুই ছেলে শরীফ আর জসিম ঢাকায় থাকেন। তবে তাঁরা কেউ অভাগা এই মায়ের খোঁজ রাখেন না। এরপরও সন্তানদের প্রতি কোনো ক্ষোভ নেই কোরফুলির, ‘ওরা ভালো থাকুক’—এই কামনাই তাঁর।

 

মন্তব্যসাতদিনের সেরা