রংপুরের মিঠাপুকুর উপজেলার হতদরিদ্র পরিবারের মেধাবী মেয়ে মিমি খাতুন (১৮)। সামনে তার এসএসসি পরীক্ষা। কিন্তু জটিল রোগে ভুগছে সে। চিকিৎকদের মতে, ফেমোরাল হেড ইনজুরিতে ভুগছে সে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবদুল মোমেনের তত্ত্বাবধানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে মিমি। ডা. মোমেনের মতে, মিমির হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ১০ লাখ টাকার মতো দরকার পড়বে। কিন্তু মিমির গরিব বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার বাবা আনিছুর রহমান। সাহায্য পাঠানোর ঠিকানা—মো. আনিছুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৬৩২০১০০০০২৯৪৫৯, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বনশ্রী শাখা, ঢাকা।
মন্তব্য