kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

বল্লমের আঘাতে আ. লীগ নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ মামুন ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষ মামুন ভূঁইয়া বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করেন। পরে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শিবপুর মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত মামুনকে এরই মধ্যে আটক করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা