kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

যুবককে নির্যাতন

জগন্নাথপুরে অভিযুক্ত ঝুনু মিয়া গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল চুরির অভিযোগে যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ঝুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক অনিক দেবের নেতৃত্বে একদল পুলিশ গ্রেপ্তার করেন তাঁকে। গ্রেপ্তার ঝুনু উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুরানপুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে।

এর আগে গত ১০ অক্টোবর মোবাইল চুরির অভিযোগে ঝুনুু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় যুবক সুবেল মিয়াকে (২৪) ঘরে তুলে বেধড়ক মারধর করে ফেলে রাখেন। এ ঘটনায় সুবেলের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। জগন্নাথপুর থানার উপপরিদর্শক অনিক দেব বলেন, ঝুনু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য