kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’

প্রিয় দেশ ডেস্ক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’—এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল থেকে এলজিইডির মাধ্যমে একযোগে সড়ক মেরামতের কাজ শুরু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

মেহেরপুর : গতকাল সকালে সদর উপজেলার বারাদী-মহাজনপুর ও গাংনী উপজেলার হাটবোয়ালিয়া সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মধ্যে সদর উপজেলার বারাদি-মহাজনপুর সড়কে কর্মসূচির উদ্বোধন করেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান। অন্যদিকে গাংনীতে  হাটবোয়ালিয়া সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আলমগীর কবীর।

নওগাঁ : গতকাল সকালে সদর উপজেলার গোস্তহাটীর মোড়ে সড়ক মেরামতকাজের উদ্বোধন করেন নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হকসহ এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। জানা গেছে, এলজিইডির তত্ত্বাবাধনে শ্রমিকরা পাকা সড়ক সংস্কারের পাশাপাশি কাঁচা সড়ক মেরামত, রাস্তার পাশের ঝোপ-জঙ্গল পরিষ্কার, রাস্তায় জমা বৃষ্টির পানি নিষ্কাশন, ঘাস লাগানোসহ নানা ধরণের কাজ করবেন।

পঞ্চগড় : গতকাল দুপুরে দর্জিপাড়া-সারিয়ালজোত সড়ক মেরামতকাজ উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ। দৈনিক ৩০০ টাকা মজুরিতে তেঁতুলিয়া উপজেলার সব গ্রামীণ সড়কে সংস্কারকাজ করবেন ১১১ জন নারী কর্মী।

হিলি (দিনাজপুর) : গতকাল দুপুরে উপজেলার হিলি-দলারদরগা সড়কে সংস্কারকাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক, উপজেলা উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য