kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

পুলিশ পরিচয়ে দুই যুবককে অপহরণ

মাগুরা প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় পুলিশ পরিচয়ে দুই যুবককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার শ্রামপুর গ্রাম থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত দুই যুবক স্থানীয় ইমরান হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২৫)। এ ঘটনায় অপহৃত ইমরানের বড় ভাই ওমর আলী গতকাল দুপুরে মাগুরা সদর থানায় জিডি করেছেন। জিডিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১২টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেট কারযোগে তাঁদের এলাকায় আসে। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে তাঁর ভাই ইমরান হোসেন ও প্রতিবেশী সাইফুলের বিরুদ্ধে অভিযোগ আছে জানিয়ে প্রাইভেট কারে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মাগুরা সদর থানাসহ সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে খবর নিলে তারা জানায়, এ ধরনের আটকের খবর তাদের জানা নেই। এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘সাধারণ ডায়েরির ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।’

মন্তব্যসাতদিনের সেরা