kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

গোয়ালন্দে মুখোমুখি আ. লীগের দুই পক্ষ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা মুন্সীকে (নৌকা প্রতীক) নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। তাঁকে পরিবর্তনের দাবিতে গতকাল বুধবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় মানববন্ধন করে রাজবাড়ীর-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর অনুসারীরা। একই সময় তাঁর সমর্থনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপির ভাই কাজী ইরাদত আলীর অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলসহ বিভিন্ন স্থান ঘুরে মহাসড়কের পৌর জামতলায় গেলে প্রতিপক্ষের মুখোমুখি হন তাঁরা। এ অবস্থায় মহাসড়কে অবস্থান নিয়ে তিন স্তরের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিলটির গতিরোধ করে পুলিশ। বাধা পেয়ে মিছিলকারীরা মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন নেতাকর্মীরা। পরে তাঁরা মিছিলসহ গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে গিয়ে পথসভা করেন।

মন্তব্যসাতদিনের সেরা