kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

রংপুরে জলাবদ্ধতা নিরসনের দাবি

রংপুর অফিস   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরংপুরে ভয়াবহ জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে শ্যামাসুন্দরী ও কেডি খাল খননের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী নগরবাসী এই মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, মোজাফফর হোসেন চাঁদ, শিক্ষক বনমালী পাল, সাবেক ছাত্রনেতা রাতুলুজ্জামান রাতুল, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, রোস্তম আলী, শিক্ষানবিশ আইনজীবী স্বপন রায়, শ্রমিক অধিকার আন্দোলনের সংগঠক আব্দুস সাত্তার বকুল, নিপীড়নবিরোধী নারীমঞ্চের সংগঠক সুলতানা আক্তার, সংস্কৃতিকর্মী নাসির সুমন প্রমুখ। বক্তারা বলেন, এক রাতের টানা বর্ষণে রংপুর নগরী তলিয়ে যাচ্ছে। নগরীর প্রায় প্রতিটি রাস্তাঘাট, বাসাবাড়ি জলাবদ্ধতার কবলে পড়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। পানিবন্দি মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। অনেকের ঘরের মূল্যবান আসবাব, জমির ফসল নষ্ট হয়ে গেছে। এমনকি জলাবদ্ধতার কারণে ভেসে গেছে পুকুরের মাছ। নগরীর শ্যামাসুন্দরী ও কেডি খাল ক্রমাগত দখল ও ভরাট হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। অবিলম্বে ভয়াবহ জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে শ্যামাসুন্দরী, কেডি খাল খনন ও সংস্কারের দাবি করেন তাঁরা।

মন্তব্যসাতদিনের সেরা