বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার রবিউল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইস মিলের মালিক নবাব আলী ও একই ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির পরিবেশক আব্দুল হাদি মণ্ডল। দুজনই বেড়েরবাড়ী গ্রামের বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মন্তব্য