kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

পাঁচ লাখ টাকা খেয়ে হজম ডিপিএমের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর পে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনশনারদের বিলের টাকা নয়ছয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দফা তদন্ত অনুষ্ঠিত হয়েছে। উভয় তদন্তে প্রমাণিত হয়েছে বিভাগীয় বেতন ব্যবস্থাপক (ডিপিএম) মোস্তাফিজুর রহমান কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন বিল সঠিকভাবে না করে অন্তত পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

জানা গেছে, ডিপিএম মোস্তাফিজুর রহমান পার্বতীপুর পেমেন্ট অফিসে যোগদানের পর থেকে টাকা আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। গত আগস্ট মাসের মাঝামাঝিতে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় গঠিত দুই তদন্তদলের প্রধান ছিলেন লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল অ্যাডভাইজার (ডিএফএ) সাইফুল ইসলাম ও রাজশাহীর ডিভিশনাল ফিনানশিয়াল অ্যাডভাইজার হাফিজ উদ্দিন। তদন্তদল অনিয়মের জন্য পে সহকারী কামাল হোসেনকেও দায়ী করেন। এ ঘটনায় কামাল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ডিপিএম মোস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলি করে ডিএফএ সৈয়দপুরের নিয়ন্ত্রণে প্রতিদিন হাজিরার জন্য সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত ডিপিএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য