kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

সেই মেয়েটিকে বই-খাতা কিনে দিল শুভসংঘ

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসেই মেয়েটিকে বই-খাতা কিনে দিল শুভসংঘ

যশোরের অভয়নগরে পথচলা শুরু করল কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা কমিটি। এই কমিটির পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে শিশু শিক্ষার্থী মেঘা খাতুনের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, মেঘা অভয়নগর গ্রামের আসিফ মোল্যা ও আবেদা বেগমের মেয়ে। অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে সে। গত ১৯ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ে মেঘাদের ঘরের টিনের চাল উড়ে যায়। ফলে বৃষ্টিতে শিশুটির বইখাতা ভিজে যায়। বিষয়টি জেনে শুভসংঘ মেঘার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল শিশুটির হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় শুভসংঘের উপজেলা কমিটি। এ সময় মেঘার মা আবেদা, শুভসংঘের উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা এনামুল হক বাবুল, উপদেষ্টা আসলাম হোসেন, রবিউল হাসান, সুনীল দাস, সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ, সহসভাপতি জহিরুল ইসলাম, আজগর আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সম্পাদক সজীব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলীম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান জিসান, ক্রীড়া সম্পাদক মুহাম্মাদুল্লাহ, নারী বিষয়ক সম্পাদক তামান্না জাহান, কার্যকরী সদস্য বিল্লো মঙ্গল দাস, সৌরভ নন্দী, হাসিবুল ইসলাম শান্ত, শাহারিয়ার শাকিল, ইরফান সাগর, হাসান মাসুদ উৎস, সৈয়দ আসজাদ ইসনাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য