kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

চেয়ারম্যানের ছেলে-ভাগ্নের মাদক সেবন, ছড়াল ভিডিও

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচেয়ারম্যানের ছেলে-ভাগ্নের মাদক সেবন, ছড়াল ভিডিও

পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে গতকাল আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী; (ইনসেটে) চেয়ারম্যানের ভাগ্নে প্রান্ত সমদ্দারের মাদকসেবনের দৃশ্য। ছবি : কালের কণ্ঠ

পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ছেলে শক্তি সিকদার (১৯) ও ভাগ্নে প্রান্ত সমদ্দারের (১৮) মাদক সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। চেয়ারম্যানের পরিবারের লোকজনের এই অপকর্মে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার কুড়িয়ানা বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা চেয়ারম্যান ও তাঁর পরিবারের লোকজনের দুর্নীতি, সন্ত্রাস, ঘুষবাণিজ্য ও মাদকসম্পৃক্ততার তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শংকর প্রসাদ হালদার, মো. হাফিজুর রহমান, তাপস মজুমদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সুব্রত চক্রবর্তী।

ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার ভাগ্নের মাদক সেবনের কথা স্বীকার করলেও ছেলের কথা অস্বীকার করেন। এমনকি নিজের বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করেন তিনি। চেয়ারম্যান  বলেন, ‘আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে ভাগ্নেকে মাদকের সঙ্গে সম্পৃক্ত করেছে। তবে আমার ছেলে বর্তমানে ভারতে থাকে। তার বিরুদ্ধেও অপবাদ দেওয়া হচ্ছে।’

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘আমাদের তদন্ত চলছে। মাদকে যেই জড়িত হবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

মন্তব্য