kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় তিন বছরের প্রতিবন্ধী শিশু শহিদুলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গুয়াখোলা এলাকায় রেল বস্তির পেছনে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল একই এলাকার ভ্যানচালক সাগরের একমাত্র ছেলে। সে বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে রেললাইনের পাশে খেলছিল শহিদুল। এ সময় যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহিদুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য