kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

আদমদীঘি

প্রধান সড়কে খোঁড়াখুঁড়ি বিকল্প পথে যানজট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের আদমদীঘি-সান্তাহার অংশে চলছে উন্নয়নকাজ। খোঁড়াখুঁড়ির কারণে এ সড়কে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তাই বিকল্প হিসেবে অনেকেই সান্তাহার-ছাতিয়ানগ্রাম-আদমদীঘি সড়কটি ব্যবহার করছে। কিন্তু এ সড়কেও লেগে থাকছে যানজট। তার ওপর ভারী যানবাহন চলাচল করায় গ্রামীণ এ সড়কটিও নষ্ট হওয়ার পথে।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, আদমদীঘির শিবপুর থেকে সান্তাহার পশ্চিম ঢাকা রোড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। খোঁড়াখুঁড়ির জন্য প্রতিদিনই এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ থেকে রেহাই পেতে অনেকেই বিকল্প হিসেবে সান্তাহার থেকে ছাতিয়ানগ্রাম হয়ে আদমদীঘি যাচ্ছে। কিন্তু বিকল্প পথেও যানজট তাদের পিছু ছাড়ছে না। তার ওপর দূরপাল্লার বাস, বড় ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করায় গত কয়েক দিনে গ্রামীণ এ সড়কের কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে।

মোটরসাইকেল আরোহী স্যাকলাইন হোসেন হীরা বলেন, ‘প্রধান সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিকল্প সড়কের তিন কিলোমিটার অতিক্রম করতে পৌনে এক ঘণ্টা সময় নষ্ট হয়েছে।’ ব্যবসায়ী ফজলু হোসেন বলেন, ‘গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে, কখনো থেমে থেমে দুই কিলোমিটার যানজট পার হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়েছে।’

উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের গঠন অনুপাতে কার্পেটিংয়ের ফিটনেস থাকার কথা ৪০ মিলিমিটার। কিন্তু যানবাহন কম চলাচলের কারণ দেখিয়ে সেখানে বাজেট বরাদ্দে ঘাটতি করে ২৫ মিলিমিটার করা হয়। অথচ এখন এ সড়ক দিয়ে ভারী যান চলাচল করায় অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা