kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

শিশু হাসপাতাল নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহবাসীর বহু কাঙ্ক্ষিত শিশু হাসপাতাল দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। এ দাবিতে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা। ওই সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানিয়েছেন, শিশু হাসপাতাল নির্মাণে তিন একর জমি অনুমোদনের জন্য স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। স্মারকলিপিতে সই করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সিপিবি সভাপতি এমদাদুল হক মিল্লাত এবং জাসদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু। স্মারকলিপি হস্তান্তরের সময় জেলা চেম্বার সহসভাপতি শংকর সাহাসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য