kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

যুবককে পিটিয়ে ভাইরাল সেই হ্যাপি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের কামারখন্দে মধ্যযুগীয় কায়দায় শফিক (৩০) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে ভাইরাল হওয়া সেই ফরহাদুল হক হ্যাপিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। গ্রেপ্তার ফরহাদুল হক হ্যাপি উপজেলার জামতৈল এলাকার রুহুল আমিন মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ছাগলচোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে স্থানীয় ফরহাদুল হক হ্যাপি। এর ভিডিও প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য