kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

ঘিওরে পার্কিংয়ের নামে চাঁদাবাজি

মানিকগঞ্জ প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপার্কিং চার্জের নামে মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডে অটোবাইক থেকে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। বাধ্য হয়ে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন অটোবাইকচালকরা। অটোবাইকচালকরা জানান, করোনা সক্রমণ শুরু হলে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পার্কিংয়ের নামে যানবাহন থেকে টাকা তোলা নিষেধ করে দেওয়া হয়। তখন ঘিওরের স্থানীয় প্রশাসন পার্কিং চার্জসহ সব ধরনের চাঁদা উত্তোলন বন্ধের নির্দেশ দেয়। এরপর বেশ কয়েক মাস বন্ধ থাকে। কিন্তু ১৫ দিন ধরে আবার পার্কিং চার্জ বাবদ প্রতিটি অটোবাইক থেকে রসিদের মাধ্যমে চাঁদা আদায় শুরু হয়েছে। অটোবাইকচালক ও মালিকরা জানান, টাকা না দিলে তাঁদের মারধর করা হয়। ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হোসেন খবির তাঁর লোকজন দিয়ে এই চাঁদা আদায় করছেন। খবির ঘিওর বাস-মিনিবাস মালিক সমিতিরও সভাপতি। ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পার্কিংয়ের নামে চাঁদা আদায় না করতে তিনি নিষেধ করার পরও তারা শুনছে না। এ বিষয়ে অভিযুক্ত ইকরামুল হোসেন খবির বলেন ‘আমি বৈধ ইজারাদার। নিয়ম অনুযায়ী পার্কিং চার্জ আদায় করছি।’

মন্তব্যসাতদিনের সেরা