kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

চট্টগ্রামে দুই কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে গতকাল সকালে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা দুটি হলো মাছ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান বিডি সি-ফুডস ও জেমিনি ফ্যাশন। স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকার বিডি ফুডস ভবনের তৃতীয় তলায় গতকাল সকালে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিন বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় জেমিনি ফ্যাশন নামের একটি বন্ধ পোশাক কারখানায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্যসাতদিনের সেরা