kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

দিনাজপুরে ‘জলবায়ু ধর্মঘট’ পালিত

দিনাজপুর প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলবায়ু সচেতনতায় কাজ করতে ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সারা বিশ্বের সঙ্গে একযোগে দিনাজপুরেও পালিত হয়েছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘জলবায়ু ধর্মঘট’। গতকাল সকালে বিএসবি দিনাজপুর শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ব্যানার হাতে নিয়ে ঘণ্টাব্যাপী ধর্মঘট পালন করে সংগঠনের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, শিক্ষা বোর্ডের কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসবি দিনাজপুর ডিস্ট্রিক ক্যাপ্টেন হাবিবুল হাসান।

মন্তব্য