kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

খুলনার সেনহাটিতে ১৪৪ ধারা জারি

খুলনা অফিস   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় সম্মিলিত নাগরিক পরিষদ ও আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থান ও একই সময়ে কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। জেলার দিঘলিয়ার সেনহাটি শিবমন্দির মাঠে গতকাল এ কর্মসূচি আহ্বান করা হয়েছিল। ফলে গতকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিল।

নাগরিক পরিষদের নেতারা জানান, তাঁরা বেশ কয়েক দিন আগে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকীকরণ, শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ১৪ দফা দাবিতে কর্মসূচি গ্রহণ করে। ওই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে সেনহাটি শিববাড়ী মন্দির মাঠে সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু আকস্মিকভাবে সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সমাবেশের আহ্বান করে। এ অবস্থায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

মন্তব্য