kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

কৌতূহলে শিশুর কবজি বিচ্ছিন্ন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকৌতূহলবশে ধান মাড়াই মেশিনের ভেতর হাত দিয়ে কবজি হারাল অবুঝ শিশু তানভীর (৮)। গতকাল মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানভীর ওই গ্রামের কৃষক মো. রবিউল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে বাড়ির পাশে প্রতিবেশী ধান মাড়াই মেশিনে কাজ করছিলেন। হঠাৎ খেলারছলে তানভীর মেশিনের ভেতর হাত ঢুকিয়ে দিলে তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখনো বিচ্ছিন্ন কবজিটি মেশিনের মধ্যে পড়েছিল। চিকিৎসকের পরামর্শে মেশিন থেকে কবজি উদ্ধার করে শিশুটিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর চাচাতো ভাই আহাদ বলেন, ‘চিকিৎসায় অনেক টাকা লাগবে। কিন্তু ওর বাবার তো অত টাকা নেই। তিনবেলা ঠিকমতো ভাতই তো জোটে না।’

মন্তব্য