kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংবাদপত্র এজেন্টের বাড়িতে চুরি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের শাহজাদপুরে কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট সন্তোষ কুমার সাহার বাড়িতে চুরি হয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময় চোরের দল আলমারি ভেঙে দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণের গহনা, একটি মোবাইল ফোনসেটসহ প্রায় সাত লাখ টাকার মাল নিয়ে গেছে। সন্তোষ জানান, ওই রাতে তিনি অসুস্থ মায়ের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে উঠে দেখেন ভবনের ভেন্টিলেটর ভাঙা। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা