kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

যুবলীগ নেতা বহিষ্কৃত

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুবলীগের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলীকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। গত শনিবার রাতে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলীর বিরুদ্ধে তাঁর নিজ গ্রাম বাঁশবাড়িয়ার মসজিদ-মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর কালের কণ্ঠে ‘উন্নয়নের টাকা খেলেন যুবলীগ নেতা’ শিরোনামে একটি  সংবাদ প্রকাশিত হয়। এর ছয় দিন পর ওই যুবলীগ নেতাকে বহিষ্কার করা হলো।

মন্তব্যসাতদিনের সেরা