kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

নদীতে ধসে পড়ছে বাঁধ

সাতক্ষীরা ও শ্যামনগর প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘূর্ণিঝড় আম্ফানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় ফের ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে।

গতকাল ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ৩০০ ফুট এলাকা খোলপেটুয়া নদীতে খাড়াভাবে ধসে পড়ে। এ সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, ভাঙনের মাত্রা বেড়েই চলছে। বেড়িবাঁধসংলগ্ন ট্রলার ঘাটটি এরই মধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে হুমকির মুখে পড়বে পুরো গাবুরা।

এ ব্যাপারে শ্যামনগর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সাতক্ষীরার আশাশুনিতে সংস্কার করা রিংবাঁধ ভেঙে জেলেখালী গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল জেলেখালী গ্রামের ফারুক হোসেনের বাড়ির পাশের বাঁধটি জোয়ারের পানির চাপে ভেঙে যায়। পরে গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁধ সংস্কারে নেমে পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা