kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

দুই শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে বিয়াম ফাউন্ডেশনে প্রতিবেদন পাঠিয়েছে। এর আগে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন বাংলা বিভাগের প্রভাষক আব্দুল আল মাহমুদ ও ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মোত্তালিব। প্রসঙ্গত, সম্প্রতি বাংলা বিভাগের প্রভাষক মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন সাবেক ছাত্রী।

মন্তব্যসাতদিনের সেরা