kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

ভারতগামী যাত্রীদের হুমকি, আটক ৬

যশোর প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতগামী যাত্রীদের হত্যার হুমকি দিয়ে জোর করে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আব্দুল লতিফের করা লিখিত এজাহারের ভিত্তিতে গত মঙ্গলবার বেনাপোলের ইমিগ্রেশন সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইয়াসিন, জসিম সরদার, পাভেল সরদার, শফিকুল ইসলাম, লুলু সরদার ও মোসলেম হোসেন রকি। তাঁদের বাড়ি বেনাপোল পোর্ট থানা এলাকার সাদিপুর ও দুর্গাপুর গ্রামে। গতকাল বুধবার দুপুরে নিজ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যশোর পুলিশ সুপার আশরাফ হোসেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা