kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা ও চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার আনোয়ারা বেগম (৮০), দাউদকান্দির ঝর্ণা বেগম (৫০) ও চৌদ্দগ্রামের আক্তার বানু (৫৫)। এদিকে করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হামজা (৭৮) ও সাথিউল আজম (৪৫) নামের দুই ব্যক্তি মারা গেছেন।  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা