kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

ভারতে যেতে লাগবে হাইকমিশনের অনুমতিপত্র

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখন থেকে ভারতে যেতে হলে লাগবে করোনা নেগেটিভ সনদ। বাংলাদেশে আসার ক্ষেত্রে একই শর্ত মানতে হবে ভারতীয়দেরও। গতকাল সকালে শর্তের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির। তিনি জানান, করোনা সনদ হতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। তা ছাড়া এই করোনাকালে ভারত ভ্রমণের ক্ষেত্রে আরো কয়েকটি শর্ত মানতে হবে পাসপোর্টধারী যাত্রীদের। এসবের মধ্যে রয়েছে ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা। সেই সঙ্গে লাগবে ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির আরো জানান, করোনা পরিস্থিতিতে অনেক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী আটকে রয়েছেন বাংলাদেশে।

মন্তব্যসাতদিনের সেরা