kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

বাড়ানো বাস ভাড়া বাতিল দাবি

মাগুরা ও বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা পরিস্থিতিতে বাড়ানো বাস ভাড়া বাতিল ও করোনা রোগীর প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রী নিশ্চিত করার দাবিতে মাগুরা ও ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছে দুটি সংগঠন। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন এ টি এম মহব্বত আলী, শম্পা বসু, এ টি এম আনিসুর রহমান, বাহারুল হায়দার বাচ্চু প্রমুখ।

এদিকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছে ক্যাবের উপজেলা শাখা। পৌর সদরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য দেন।

মন্তব্য