kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

হঠাৎ নজরে এলো নবজাতকটি

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহঠাৎ নজরে এলো নবজাতকটি

যশোরের শার্শায় উদ্ধার হওয়া নবজাতক। ছবি : কালের কণ্ঠ

যশোরের শার্শায় জীবিত অবস্থায় এক নবজাতক মেয়ে উদ্ধার করা হয়েছে। লোকমুখে খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে উদ্ধার করে। শিশুটি কাপড়ে মোড়ানো ছিল। খবর পেয়ে উত্সুক লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছে তা জানা যায়নি। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থ আছে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, এখনো শিশুটির পরিচয় জানা সম্ভব হয়নি। আপাতত তাকে বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা