kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বাঁধ অপসারণের দাবি কৃষকদের

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনট উপজেলায় কাজলী বিলের মাঝে অপরিকল্পিতভাবে নির্মাণ করা বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। গতকাল দুপুরে কাজলী বিলের বাঁধের ওপর এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী কৃষকরা। জানা গেছে, উপজেলার বিলকাজলী, মাঠপাড়া, চালাপাড়া ও পেঁচীবাড়ি গ্রামের মাঝে ফসলের মাঠের নিম্নাঞ্চলটি কাজলী বিল নামে পরিচিত। বছরখানেক আগে উপজেলার বিলকাজলী গ্রামের হাকিম আলীর ছেলে রফিকুল ইসলাম ও রহমত আলী এবং চালাপাড়া গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে আজিজার রহমান মণ্ডল ও হারেজ আলী মণ্ডল বিলের মাঝে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে মাছ চাষ শুরু করেন। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে বাঁধের উজানের প্রায় এক হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা