kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

সেতু ভেঙে ট্রাক নদীতে

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর-পূর্ণমতি সড়কের ঘুংঘুর নদীর ওপর নির্মিত সেতু ভেঙে বালুবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।

স্থানীয় লোকজন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বালুবোঝাই একটি ট্রাক ওই সেতুর ওপরে ওঠামাত্রই সেটি ভেঙে নদীতে পড়ে যায়। এর পর থেকে নৌকাসহ বিকল্পব্যবস্থায় পার হচ্ছে লোকজন। গতকাল বিকেল পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আল আমিন। এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা