kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

জলাবদ্ধতা সৃষ্টি করলেই দণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রামগঞ্জের পথেঘাটে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। অভিযুক্তের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রমাণসাপেক্ষে দণ্ড দেওয়া হচ্ছে। এই কার্যক্রমের পাশাপাশি কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীকে সরব হওয়ারও আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, গত সোমবার জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ।

এ ব্যাপারে আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘প্রশাসনের এমন উদ্যোগের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এমন উদ্যোগ গ্রামাঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে।’ ময়মনসিংহর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘সমস্যার তাত্ক্ষণিক সমাধান ও জনগণের দুর্ভোগ লাঘবে এমন আদালত পরিচালনা শুরু হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রম আরো বাড়ানো হবে।’

 

মন্তব্য