kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলভিন (দেড় বছর) এবং শহরের কালিপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে পাপিয়া (১০)। 

এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায় আলভিন। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে অচেতন আলভিনকে উদ্ধার করে তার মা-বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি আগেই মারা গেছে। এর আগে সোমবার দুপুরে শহরের কালিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় পাপিয়া। পরে রাতে এলাকাবাসী অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য