kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

৪০৩ কিমি সড়ক কাঁচা, দুর্ভোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এখনো প্রায় ৪০৩ কিলোমিটার সড়ক কাঁচা। এগুলো পাকা করার দাবি দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। সড়কগুলো কাঁচা থাকায় বৃষ্টি হলে কাদাপানি জমে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয় গ্রামবাসীকে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় অভ্যন্তরীণ বড় সড়ক রয়েছে পাঁচটি, যার দৈর্ঘ্য ৩২ দশমিক ৮০ কিলোমিটার। ইউনিয়ন সড়ক ১৭টি, যেগুলোর দৈর্ঘ্য ১০৩ কিলোমিটার। এ ছাড়া গ্রামীণ ‘এ’ শ্রেণির সড়ক ৩৭টি এবং ‘বি’ শ্রেণির সড়ক ১৭৬টি। এগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১৪১ কিলোমিটার ও ২৭৯ কিলোমিটার। এর মধ্যে ১৫২ কিলোমিটার সড়ক পাকা এবং ৪০৩ দশমিক ৮০ কিলোমিটার সড়ক কাঁচা।

মন্তব্যসাতদিনের সেরা