kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ফেসবুকে শুভসংঘের কবিতা প্রতিযোগিতা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস বিষয়ে কবিতা লেখার আহ্বান জানিয়েছিল উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার এই প্রতিযোগিতার ছয় বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফয়সাল আহমেদ। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন হাসান আবু নাঈম ও রাজেশ চক্রবর্তী পার্থ। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন, আজিজুল হাই সোহাগ, জহির আহমেদ ও এস এন হুদা যৌথভাবে তৃতীয় হয়েছেন। প্রতিযোগিতার বিচারক ছিলেন কবি-লেখক সানোয়ার রাসেল, কবি সোহরাব পাশা ও কবি-লেখক আলম মাহবুব। গতকাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন আনোয়ারুল বারী সুমন ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহার নূপুর। শেষে উপস্থিত সবাইকে একটি করে মাস্ক ও গাছ দেন ইউএনও। অনুষ্ঠানে অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা