kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

মেহেরপুর প্রতিনিধি   

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেহেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে ভার্চুয়াল মতবিনিময়সভা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে এই ভার্চুয়াল সভার আয়োজন হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এসএমসি সভাপতি, পিটিএ সভাপতিসহ প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান।

মন্তব্যসাতদিনের সেরা