kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনের

গাইবান্ধা প্রতিনিধি   

৯ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নদীতে গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মোমাইমিন সিয়াম (২১) ও তাঁর বন্ধু সাজিদ হোসেন (২১) মারা গেছেন। গত শুক্রবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গাবাঁধ এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম বগুড়া সদরের উপশহর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।  আর সাজিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু জানান, ওই দুজনের সঙ্গে আরো তিনজন ছিলেন। নদীর চোরাবালিতে আটকে গেলে স্থানীয় লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করতে পারলেও দুজন মারা যান।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা