kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

শার্শা সীমান্তে ২৮ কেজি রুপা জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপা জব্দ করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার সকালে গোগা সীমান্ত এলাকায় গাজিপাড়া মাঠ থেকে এই রুপা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর এলাহী জানান, গোপন খবরের ভিত্তিতে গোগা বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল সকালে গাজিপাড়া মাঠে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় রুপা জব্দ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা