kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

পাবনা কিশোরগঞ্জে ডুবে চার শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনা সদর ও কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো সুমাইয়া খাতুন, জিম খাতুন, মাছুম ও রামিম। তাদের মধ্যে সুমাইয়া পাবনার ঈশ্বরদীর বাঁশেরবাদা দোকানপাড়ার আব্দুল মান্নানের মেয়ে ও জিম চরগড়গড়ির ওয়াহেদ আলী শেখের মেয়ে এবং মাছুম  ভৈরব পৌর এলাকার সাদেকপুর দক্ষিণপাড়ার রুবেল মিয়ার ছেলে ও রামিম ভৈরবপুর উত্তরপাড়ার জালাল মিয়ার ছেলে রামিম।

জানা যায়, সুমাইয়া ও জিম পাবনা সদরের সাতমাইলে তাদের খালাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বাড়িটির পাশে বিএমবি ইটভাটার পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় তারা। একপর্যায়ে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একই দিন বিকেলে কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ায় ভাড়াবাসার পাশে ডোবায় পড়ে মারা গেছে সাত বছরের শিশু রামিম। এর আগে দুপুরে সাদেকপুর দক্ষিণপাড়ায় বন্যার পানিতে ডুবে শিশু মাছুমের (৫) মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা