kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

দেশে আইন-শৃঙ্খলা নেই : দুলু

নাটোর প্রতিনিধি   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে আইন-শৃঙ্খলা নেই : দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা হত্যা প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। তাই অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর থানা ও গুরুদাসপুর পৌর ছাত্রদলের ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে গুরুদাসপুরের নয়াবাজার মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি নেতা দুলু বলেন, ‘এই সরকারের আমলে দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।’ গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা মশিউর রহমান বাবলু, আবু সাইদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা