kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

এমপি রমেশ চন্দ্র করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএমপি রমেশ চন্দ্র করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও-১ আসনের এমপি, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। ঠাকুরগাঁওয়ে এই প্রথম কোনো এমপি করোনা পজিটিভ হলেন। গত বুধবার রাতে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন আরো জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত সোমবার এমপি রমেশ চন্দ্রের নমুনা সংগ্রহ করা হয়। একই দিন জেলার আরো ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে সবার নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে পাওয়া রিপোর্টে দেখা যায়, এমপিসহ ৯ জন করোনা পজিটিভ। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২৭২ জন। আর মারা গেছে আটজন।

মন্তব্যসাতদিনের সেরা