kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

সমঝোতা বৈঠক ব্যর্থ, বিক্ষোভ চা শ্রমিকদের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআট দিন ধরে বন্ধ মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগান। চা বাগানটি খুলে দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। রাতে এই খবর পাওয়ামাত্র শত শত চা শ্রমিক উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হন। শ্রমিকরা চা বাগানটির ‘বিতর্কিত’ ব্যবস্থাপক আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক কেন্দ্রীয় নেতা রামভজন কৈরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, এমপির ভাই ইমতিয়াজ আহমেদসহ বৈঠকে উপস্থিত নেতারা অবস্থান নেওয়া বিক্ষুব্ধ চা শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। একপর্যায়ে পুলিশের সহায়তায় তাঁরা বাগানে ফিরে যান।

 

মন্তব্য