kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ অফিসার (সেকমো) জাকারিয়া হোসেন (৫৮) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে। গতকাল ভোরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাকারিয়া হোসেন হরিপুরের আমগাঁ গ্রামের বাসিন্দা ছিলেন।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যকর্মী জাকারিয়া হোসেন গত ২৩ জুলাই করোনায় আক্রান্ত হন। নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল ভোরে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে হরিপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা