kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

নাটোর প্রতিনিধি   

৩১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী শেখ আজিজল হোসেনকে মারধরের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন বড়াইগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ও কনস্টেবল আমিনুর রহমান। একই ঘটনায় আনসার সদস্য আসাদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে গত বুধবার সন্ধ্যায় থানায় এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এসপির কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে অজ্ঞাত কারণে পারকোল বাজারে ব্যবসায়ী আজিজলকে এলোপাতাড়ি মারধর করেন এএসআই ফারুক, কনস্টেবল আমিনুর ও আনসার সদস্য আসাদ। এ সময় নাকে আঘাত লাগায় তিনি অচেতন হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে মারধরকারী পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত আজিজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এই ঘটনায় তাঁর বড় ভাই সাংবাদিক তোফাজ্জল হোসেন এসপির কাছে অভিযোগ করেন।

মন্তব্য