kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

নাটোরে পলক

সরকার কাউকে অভুক্ত রাখবে না

নাটোর প্রতিনিধি   

৩১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার একটি মানুষকে অভুক্ত রাখবে না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়ার ডাহিয়া ও ইটালী ইউনিয়নে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম এবং ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশে বন্যায় এক-তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলনবিলের বন্যার অবনতির কারণে বানভাসি মানুষ অবর্ণনীয় দুর্ভোগের সম্মুখীন হয়েছে। সিংড়ায় পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।’

মন্তব্য