kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

১১০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

১৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১১০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতা

ভূরুঙ্গামারীর তফিল উদ্দিন। ছবি : কালের কণ্ঠ

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তফিল উদ্দিনের বয়স ১১০ বছর। অথচ এখনো বয়স্ক ভাতা পাননি তিনি।

তফিল উদ্দিনের বাড়ি বঙ্গসোনাহাট ইউনিয়নের কানিপাড়া গনাইরকুটি (চৌধুরী বাজার) গ্রামে। জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্ম ১৯১১ সালের ২৯ নভেম্বর বলে উল্লেখ আছে। তবে এলাকাবাসী ও স্বজনদের দাবি, পরিচয়পত্রে জন্ম সাল ভুল আছে। তফিল উদ্দিনের প্রকৃত বয়স ১৩০ বছর। সম্প্রতি ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে তাঁকে চশমা ছাড়াই কোরআন শরিফ পড়তে দেখা গেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, ‘ভূরুঙ্গামারীতে এত প্রবীণ একজন ব্যক্তি আছেন, আমার সেটা জানা ছিল না। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা