ঝিনাইদহের কালীগঞ্জের পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই নারী নিজেই বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় মামলাটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। এদিকে আসামিরা পলাতক থাকায় গতকাল রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী বিদেশে থাকেন। তিন মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকেন তিনি। গত পাঁচ থেকে ছয় মাস ধরে সাঈদ হোসেন নামে এক ব্যক্তি তাঁকে মোবাইলে ফোনে উত্ত্যক্ত করছিলেন।
মন্তব্য