kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

ফাঁকা গুলি, সংঘর্ষ আহত ১২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজমি নিয়ে বিরোধে চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল গ্রামের জলিয়া বাপের বাড়ি এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এমনকি চার রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে একপক্ষ। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছে।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো গুরুতর আহতরা হলেন শহীদুল ইসলাম, সায়েম কবির চৌধুরী, আতিকুর রহমান, জসিম উদ্দিন, হেফাজুল ইসলাম চৌধুরী ও নেজাম উদ্দিন চৌধুরী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পশ্চিম চাম্বলে ৩২০ শতক জমি নিয়ে শহীদুল ইসলাম ও কাশেম বাহিনীর মধ্যে অনেক দিনের বিরোধ। গতকাল সকালে শহীদুল বাহিনী জমিতে চাষাবাদের জন্য গেলে কাশেম বাহিনীর লোকজন চার রাউন্ড গুলি ছুড়ে তাদের ভয় দেখায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা